• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

নিমিষেই ত্বকের কালো দাগ দূর করবে ঘরে থাকা একটি উপাদান

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২২ জুলাই ২০২০  

ত্বকের যেকোনো দাগ নিয়ে চিন্তার শেষ নেই। এই দাগ দূর করতে নানা রকম প্রসাধনীও ব্যবহার করেন অনেকেই। তবে এতে ভালো কোনো ফলাফলও পাওয়া সম্ভব হয় না।

ব্রণের কালো দাগ হোক কিংবা রোদেপোড়া কালো দাগ। এই কালো দাগ দূর করতে সাহায্য করবে রান্না ঘরে থাকা একটি মাত্র উপাদানই। যা ত্বকের কোনো ক্ষতিও করবে না। বরং ত্বকের দাগ দূর করে উজ্জ্বলতা বাড়াবে। চলুন তবে জেনে নেয়া যাক ত্বকের কালো দাগ দূর করতে আলু যেভাবে ব্যবহার করবেন- 

একটি আলু খোসাসহ ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করুন। আলুটি পাতলা পাতলা করে কেটে নিন। এবার একটি করে আলুর টুকরো নিন এবং তা ত্বকে ম্যাসাজ করতে থাকুন। ত্বকের যেসব স্থানে কালো দাগ রয়েছে সেই স্থানগুলোতে আলু ম্যাসাজ করুন। এবার ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ঠাণ্ডা বা নরমাল পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। দিনে ২ থেকে ৩ বার এটি ব্যবহার করুন। এক সপ্তাহের মধ্যে দেখতে পাবেন ত্বকের কালো দাগ সব ভ্যানিশ হয়ে গেছে।