• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

নির্দেশনা নিতে গণভবনে ছাত্রলীগের নতুন দায়িত্বপ্রাপ্তরা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৯  

দলের সাংগঠনিক অভিভাবক আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকে ভবিষ্যত দিক-নির্দেশনা নিতে গণভবনে প্রবেশ করেছে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি-সাধারণ সম্পাদকসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তর ও দক্ষিণের নেতারা।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ছাত্রলীগ নেতারা গণভবনে প্রবেশ করেন বলে গণভবন সূত্র নিশ্চিত করেছে। তাদের সঙ্গে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতারাও উপস্থিত আছেন।

সূত্র জানায়, তাদের সঙ্গে ছাত্রলীগের সাংগঠনিক বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও বি এম মোজাম্মেল হকও উপস্থিত আছেন।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত আছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) আল-নাহিয়ান খান জয়, সহ-সভাপতি তানজিল ভূইয়া তানভীর, রেজাউল করিম সুমন, সোহান খান, আরিফিন সিদ্দিক সুজন, আতিকুর রহমান খান ও কাসফিয়া ইরা, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত ) লেখক ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী, আরিফুজ্জামান আল ইমরান, শামস-ই-নোমান, মো. শাকিল ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ ও বেনজীর হোসেন নিশি, সাংগঠনিক সম্পাদক সাবরিনা ইতি, মামুন বিন সাত্তার ও সাজ্জাদ হোসেন।