• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

নির্বাচনের প্রার্থীদের হলফনামা পর্যবেক্ষণ করবে দুদক

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮  

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীদের হলফনামা পর্যবেক্ষণ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শুধু তাই নয়, এতে প্রার্থীর পরিবারের সদস্যদের জমা দেয়া সম্পদ বিবরণীর তথ্য জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) থাকা তথ্যের সঙ্গেও মিলিয়ে দেখবে সংস্থাটি।

মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

এ সময় তিনি বলেন, হলফনামায় সম্পদের মিথ্যা ও ভুল তথ্য দিলে, দুদক তা খতিয়ে দেখবে। এতে এনবিআরের সঙ্গেও তথ্য সমন্বয় করে দেখা হবে। আর সব প্রক্রিয়াই হবে নির্বাচনের পর।

ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতি আছে সত্য। এটা এখন সর্বব্যাপী। তবে দেশের অনেক উন্নতি হয়েছে। এতে কোনো সন্দেহ নেই। আমরা দুর্নীতিমুক্ত একটি দেশ চাই। এজন্য দুদক আপামর জনগোষ্ঠী সহযোগিতা কামনা করে।