• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

নীল দলের উপাচার্য প্যানেল চূড়ান্ত

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩০ জুলাই ২০১৯  

 


ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উপাচার্য প্যানেল নির্বাচনের আগে আওয়ামীপন্থি নীল দলের সিনেটরদের সভায় তিনজনের নাম চূড়ান্ত করা হয়েছে। তারা হলেন- বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এএস এম মাকসুদ কামাল।

মঙ্গলবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনানুষ্ঠানিক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য প্যানেলের জন্য পাঁচজনের নাম আসে। তারা হলেন বর্তমান উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মাকসুদ কামাল।

কিন্তু প্যানেলে তিনজনের নাম থাকবে বিধায় এই পাঁচজনের মধ্যে ভোটাভুটি হয়। যেখানে অংশ নেন আওয়ামীপন্থি নীল দলের ৩৩ জন শিক্ষক প্রতিনিধি ও ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট। তাদের ভোটে চূড়ান্তভাবে নির্বাচিত হন অধ্যাপক আখতারুজ্জামান, অধ্যাপক মুহাম্মদ সামাদ ও অধ্যাপক মাকসুদ কামাল।

বুধবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই প্যানেল উত্থাপন করা হবে। সিনেটের ১০৫ জন সদস্য এ প্যানেলের পক্ষে বিপক্ষে মতামত দেবেন। তারপর এটি চূড়ান্ত হয়ে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় আচার্য অব্দুল হামিদের কাছে পাঠানো হবে। তিনি সেখান থেকে একজনকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব দেবেন।