• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

নেছারাবাদে ৪৮তম মহান বিজয় দিবস উদযাপন

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯  

পিরোজপুরের নেছারাবাদে যথাযোগ্য মর্যাদায় পালন হয়েছে ৪৮তম মহান বিজয় দিবস। নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজেন দিনব্যাপি নানা কর্মসূচি মধ্যে দিয়ে দিবসটি পালন করছেন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্থানি হানাদার বাহিনীর আত্মসমর্পনের মধ্যে দিয়ে চুড়ান্ত বিজয় অর্জিত হয়।
১৬ ডিসেম্বর দিবসের প্রথম প্রহরে ৩১বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসটির কার্যক্রম আরম্ব হয়। পরে মুক্তিযোদ্ধাদের স্মরণে স্বরূপকাঠী মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ হতে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তাবক অর্পণ করা হয়। পরে সরকারি স্বরূপকাঠি পাাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ পরিচালনা করেন নেছারাবাদ থানার এস আই মোঃ মাহফুজ হাসান। বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হক, এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জাহিদ হোসেন, নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান প্রমুখ।
দিবসটি হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। বিকেলে স্বরূপকাঠী সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে প্রীতি ফুটবল খেলা এবং নেছারাবাদ উপজেলা অডিটরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।