• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

নৌকায় ভোট দিলে মডেল উপজেলা হবে স্বরূপকাঠি শ.ম. রেজাউল করিম

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮  

অসাম্প্রদায়িক, সন্ত্রাসমুক্ত, সমৃদ্ধিশালী দেশ গঠনের লক্ষ্যে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক শ.ম. রেজাউল করিম। তিনি ওয়াদা করেন, নৌকা জিতে ক্ষমতায় গেলে স্বরূপকাঠিকে মডেল উপজেলায় পরিণত করবেন।

শ.ম. রেজাউল বলেন, পদ্মা সেতুর সফল সমাপ্তি চাইলে, মুক্তিযোদ্ধাদের ভাতাসহ বিভিন্ন প্রকার ভাতা চালু রাখতে চাইলে, সন্তানদের লেখাপড়ায় বিনামূল্যে বই, উপবৃত্তি চালু রাখতে চাইলে অবশ্যই নৌকায় ভোট দিতে হবে। তিনি গতকাল সকালে করফাবাজারে নৌকার সমর্থনে কর্মী সমাবেশে বক্তৃতাকালে এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা ওয়াদা করছি, আপনারা নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় নিলে স্বরূপকাঠি উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিণত করব। মসজিদ-মন্দিরসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করব। কোনো প্রকার অর্থকড়ি ছাড়াই আপনাদের সন্তানদের চাকরি হবে। সন্ত্রাস, মাদকমুক্ত, শান্তি ও উন্নয়নের স্বরূপকাঠি উপহার দেব ইনশাল্লাহ।
সারেংকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আশ্রাফ আলী আকনের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সম্পাদক আবদুল হাকিম হাওলাদার, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান খান তালুকদার, আ. রাজ্জাক খান বাদশা, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, জেলা ওলামা লীগের সভাপতি মাওলানা ফারুক আবদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হামিদ, সম্পাদক এস এম ফুয়াদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, পৌরসভার মেয়র মো. গোলাম কবির, যুব মহিলা লীগের সভানেত্রী নার্গিস জাহান, ইউপি চেয়ারম্যান মো. সায়েম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রনি দত্ত, যুবলীগ নেতা আবু হোসেন নয়ন প্রমুখ।