• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

নয়া দিল্লিতে এবার অক্সিজেন বার!

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৯  

ভারতের রাজধানী নয়া দিল্লিতে বায়ুদূষণের মাত্রা এখন চরম পর্যায়ে। সর্বশেষ জরিপেও এটি এখন বিশ্বের সবচেয়ে বেশি মাত্রার বায়ুদূষণের শহর। এই পরিস্থিতিতে দিল্লিবাসীর জন্য এবার চালু করা হয়েছে অক্সিজেন বার।

দিল্লির সাকেতে অক্সি পিয়োর নামেএই বারটি সম্প্রতি খোলা হয়েছে। নাকে নল লাগিয়ে এখানে বসে বিশুদ্ধ অক্সিজেন টানতে পারবেন শহরবাসী। সাতটি  সুগদ্ধে মিলছে এই বিশুদ্ধ অক্সিজেন। এগুলোর মধ্যে রয়েছে লেমনগ্রাস, অরেঞ্জ, সিনামোন, স্পিয়ারমিন্ট, পেপারমিন্ট, ইউক্যালিপটাস ও ল্যাভেন্ডারের সুবাস।

অঞ্জনা নামে এক গ্রাহক বলেন,‘বাইরে দূষণের মাত্রা খুব বেশি। তাই বাধ্য হয়ে আমরা এখানে অক্সিজেন নিতে আসছি’।

আরেক গ্রাহক বলেন, ‘যারা সবেচেয়ে বেশি ঝুঁকির মধ্যে সেই বয়স্ক ও শিশুদেরকে দূষণের মধ্যে বারটি বিশাল মুক্তি দিচ্ছে। সুগন্ধিযুক্ত অক্সিজেন সত্যিকারার্থে সতেজকারক’।

বারের স্টোর অপারেটর অজয় জনসন জানান, দিল্লিতে অক্সিজেন বার এই প্রথম। দিনে ১০ থেকে ১৫ জন এখানে অক্সিজেন নিতে আসেন। এছাড়া ছোট পোর্টেবল অক্সিজেন ক্যানও পাওয়া যাচ্ছে এখানে, যা সব সময় সঙ্গে নিয়ে ঘোরা যায় এবং যে কোনো জায়গায় ব্যবহার করা যায়।