• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

পাকা কলা ব্যবহারেই কুঁচকে যাওয়া ত্বক হবে টানটান

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২০  

চুলের যত্নে অনেকেই কলার মাস্ক ব্যবহার করে থাকেন। তবে জানেন কি? কলার ফেসমাস্ক ত্বকের জন্য কতটা উপকারী? এতে করে ত্বকের কুচকানো ভাব দূর হয় সঙ্গে ব্রণ ও কালো দাগও দূর হয়।

দে দে পেয়ার দে ছবির অভিনেত্রী সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তিনি কলার ডিআইওয়াই প্যাক তৈরি করে দেখিয়েছেন। তিনি এছাড়াও বলেছেন কীভাবে এই মাস্ক ত্বকের উপকার করে। 

কলা দিয়ে ফেস মাস্ক তৈরির জন্য প্রয়োজন একটি ম্যাশড কলা, আধা চা চামচ লেবুর রস ও এক চা চামচ মধু। একটি বাটিতে সব উপকরণ যোগ করে মিশ্রণ তৈরি করুন। এরপর আপনার মুখে প্রয়োগ করুন। এটি ধোয়ার আগে কিছুসময়ের জন্য শুকিয়ে যেতে দিন।

 

দে দে পেয়ার দে ছবির অভিনেত্রী

 

এই ফেসপ্যাকের উপকারিতা

কলা পটাশিয়াম সমৃদ্ধ এবং এটি ত্বক হাইড্রেট করতে সাহায্য করে। এছাড়াও বলিরেখা দূর করে। এটি ব্রণের জন্য একেবারে উপযুক্ত চিকিৎসা। এছাড়াও লেবু কালো দাগ এবং ব্রণ দূর করতে সাহায্য করে। মধুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য।