• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

পিরোজপুর জেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২০  

পিরোজপুর প্রতিনিধি                                
করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে পিরোজপুর জেলাকে লকডাউন ঘোষণা করেছে পিরোজপুর জেলা ম্যাজিষ্ট্রেট ও করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি আবু আলী মো. সাজ্জাদ হোসেন । বৃহস্পতিবার রাতে (১৬ ই এপ্রিল ) জেলার সর্বসাধরনের জন্য দেওয়া এক গন বিজ্ঞপ্তিতে তিনি এ আদেশ জারি করেন ।

এতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধের জেলা কমিটির মিটিং জেলা সিভিল সার্জনের সুপারিশক্রমে সংক্রমন রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রন ও নির্মূল) আইন ২০১৮ এর প্রেক্ষিতে পিরোজপুর জেলা ম্যাজিষ্ট্রেট ও করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি আবু আলী মো. সাজ্জাদ হোসেন অবরুদ্ধ বা লকডাউন ঘোষনা দেন । পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক/মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা হতে কেউ পিরোজপুর জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা হতে অন্য কোনো জেলায় গমন করতে পারবে না। জেলার অভ্যন্তরীন আন্তঃ উপজেলায় যাতায়াতের ক্ষেত্রে এ রূপ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সব ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা এর আওতাবহির্ভূত রাখতে বলা হয়েছে। একই সাথে যেহেতু বরিশাল- খুলনার আঞ্চলিক মহাসড়ক পিরোজপুর জেলার উপর দিয়ে, তাই অন্যান্য জেলার আন্তঃসংযোগ এর আওতার বাইরে থাকবে । পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ ও আইন ভঙ্গকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে ।