• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

পিরোজপুর শহরে চালু হয়েছে ভ্রাম্যমাণ সবজি বাজার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২০  

পিরোজপুর প্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক নিরাপত্তা দুরত্ব বজায় রাখতে পিরোজপুর শহরে চালু হয়েছে ভ্রাম্যমাণ সবজি বাজার । আজ বৃহস্পতিবার সকালে এ ভ্রাম্যমান বাজারের কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন এবং পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। জেলা ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপনায় পিরোজপুর জেলা প্রশাসক ও পৌর মেয়র আলহাজ মো: হাবিবুর রহমান মালেক এর সহযোগীতায় পৌরসভার ৯টি ওয়ার্ডে দুইটি ট্রাক ও ১২ টি রিক্সাভ্যানে করে এলাকায় এলাকায় গিয়ে এ সবজি মানুষের কাছে গিয়ে বিক্রি করবে। এছাড়ও শহর সংলগ্ন বলেশ্বর নদীর পাড় এলাকায় নৌকায়ও বিক্রি হবে সবজি।
এ বিষয়ে জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য শহরের পৌর বাজারের কাঁচাবাজার বন্ধ করে দেয়া হয়েছে। তবে এ কারণে মানুষের যেন কোন সমস্যা না হয় তাই শহরের প্রতিটি এলাকায় সবজি পৌছে দিতে আজ থেকে ভ্রাম্যমাণ সবজি বাজারের ব্যবস্থা করা হয়েছে। এতে করে মানুষ শহরে আসা থেকে কিছুটা কমবে এবং সামাজিক দূরত্ব বজায় থাকবে।
উল্লেখ্য, পিরোজপুর জেলায় এখন পর্যন্ত ৪ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।