• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

পিরোজপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ৭০হাজার টাকা জরিমানা আদায়

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২০  

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর সদর উপজেলার পূর্ব হরিণা গ্রামে একটি অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়ে কাঁচা ইট এবং ইটভাটার চিমনি ধ্বংস করা হয়েছে। এছাড়া কাঠ পুড়িয়ে অবৈধভাবে ইট প্রস্তুতের দায়ে ওই ইটভাটার মালিকের ভাগিনাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পিরোজপুর ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগীতায় আজ শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল। পিরোজপুরের জেলা প্রশাসকের নির্দেশে পরিচালিত এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।
তবে ধ্বংস করা ওই ইটভাটার পাশেই শারিকতলা ইউনিয়নের চেয়্যারম্যান এর আরেকটি অবৈধ ইটভাটায় রয়েছে সেখানে কোন ধরণের অভিযান চালানো হয়নি।