• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

পিরোজপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১ অক্টোবর ২০১৯  

পিরোজপুর প্রতিনিধিঃ 
‘বয়সের সমতার পথে যাত্রা”’- প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় পিরোজপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে এবং রিসোর্স ইন্ট্রিগেশন সেন্টার (রিক) এর সহযোগীতায় এ উপলক্ষে একটি র‌্যালী শহরের টাউন ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শেষ হয়।

এ সময় র‌্যালীতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক একেএম আখতারুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা ছিদ্দিকী, সিভিল সার্জন ডা. মো: ফারুখ আলম, জেলা অবসরপ্রাপ্ত সরকারী কল্যান সমিতি সভাপতি প্রফেসর জলিল আকন, রিসোর্স ইন্ট্রিগেশন সেন্টার (রিক) জোনাল ম্যানেজার মো: নাসির উদ্দিন, রিসোর্স ইন্ট্রিগেশন সেন্টার (রিক) প্রবীণ কার্যক্রমের আঞ্চলিক সমন্বয়কারী ফারুক রহমান। 

আলোচনা সভা পরিচালনা করেন জেলা সমাজ সেবা কর্মকর্তা (রেজি:) মোস্তফা ইখতিয়ার উদ্দিন ও রিক প্রোগাম অফিসার আফম রেজাউল করিম। 
বক্তবার এ সময় বলেন,  প্রবীণরা আমাদের বোঝা নয়। আজকের যুবক আগামী দিনের প্রবীণ তাই প্রবীণদের অবহেলা নয়। প্রবীণদের কাছ থেকেই আগামীর সকল বিষয়ে জানাতে হবে। তাদের বিভিন্ন বিষয়ের অভিজ্ঞতাকে আমাদের কাজে লাগাতে হবে। এ সময় বক্তারা প্রবীণদের বয়স্ক ভাতা সহ সকল সুযোগ-সুবিধা বৃদ্ধি করার জন্য সরকারের কাছে দাবী জানান ।