• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

পিরোজপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৯  

পিরোজপুর প্রতিনিধিঃ                                   
‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি’- শ্লোগানকে সামনে রেখে পিরোজপুর কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে  আজ শনিবার সকালে জেলা পুলিশের আয়োজনে শহরের বঙ্গবন্ধু চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভায় মিলিত হয়। সভায় পুুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর পৌরসভার মেয়র ও পিরোজপুর জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহবায়ক মো: হাবিবুর রহমান মালেক, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মো: নজরুল ইসলাম বাবুল, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব্, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু, সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, পিরোজপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো: হাসিবুল ইসলাম হাসান, কলেজ শিক্ষাথী মোসা: নাসরিন আক্তার প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার  মোল্লা আজাদ হোসেন।
সভায় বক্তারা বলেন, পুলিশ এবং জনগণের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে কমিউনিটি পুলিশিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের সাধারণ জনগণের দোরগোড়ায় আইনের সেবা পৌছে দিতে ভবিষ্যতে কমিউনিটি পুলিশ সহায়ক ভুমিকা পালন করবে বলে সকলেই আশা প্রকাশ করেন।
পরে পিরোজপুর  কমিউনিটি পুলিশিং ডে পালন উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।