• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

পিরোজপুরে করোনা নিয়ে গুজব ছড়ানোর দায়ে গ্রেফতার ২

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২২ মার্চ ২০২০  

করোনা ভাইরাসে আক্রান্ত নিয়ে ফেইজবুক পেইজে ভিডিও প্রকাশ করে গুজব ছড়িয়ে ২ জন গ্রেফতার হয়েছে। এদের মধ্যে সোহেল শেখ (১৮)  পিতাঃ ইসমাইল শেখ, সাং শেখপাড়া, পিরোজপুর সদর থানা তার ব্যক্তিগত ফেইজবুক পেইজে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তাকে চিকিৎসা করার মত কেউ নেই এমন ভিডিও গতকাল ২১ তারিখ দুপুর ১:৩০ মিনিটে প্রকাশ করে। তার ওই ভিডিও মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অপরজন সোহেল শেখ এর বন্ধু আহাদ, পিতাঃ নান্নু শেখ, সাং মধ্যরাস্তা, তার ব্যক্তিগত ফেইজবুকে সোহেল শেখের ভিডিও পোস্ট করে এতে পিরোজপুর জেলার সাধারন মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

বিষয়টি পিরোজপুর জেলার সাইবার ক্রাইম টিম অনুসন্ধান করে দেখে উক্ত ব্যক্তি সোহেল শেখ করোনা ভাইরাসে আক্রান্ত নয় সে গুজব সৃষ্টি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এরপর উভয় ব্যক্তিকে জেলা গোয়েন্দা শাখা ডিবি আজ ২২ তারিখ দুপুর ২ টার সময় গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় জেলা গোয়েন্দা বিভাগ।