• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পিরোজপুরে কিশোর হত্যার দায়ে ২ জনের ফাঁসির রায়

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৯  


পিরোজপুরের কাউখালীতে এক কিশোরকে হত্যার দায়ে দুইজনের ফাঁসির রায় দিয়েছে আদালত।

পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শামসুল হক বুধবার সাত বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন জেলার কাউখালী উপজেলার বড় বিড়ালঝুড়ি গ্রামের আক্তার হোসেন আকনের ছেলে লিটন আকন (২৯) ও গোসনতারা গ্রামের আইউব আলী সরকারের ছেলে সাহেদ সরদার (৩০)।

তাদের মধ্যে লিটন রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় থাকলেও সাহেদ পলাতক রয়েছেন।

২০১২ সালের ৮ জুলাই ওই গ্রামের শহিদ আকনের ছেলে উজ্জ্বল আকন (১৫) হত্যা মামলায় আদালত এই রায় দিয়েছে।

বাদীপক্ষের আইনজীবী খান মো. আলাউদ্দিন মামলার নথির বরাতে জানান, ২০১২ সালের ৮ জুলাই তাস খেলার কথা বলে উজ্জ্বলকে বাড়ি থেকে ডেকে নেন লিটন ও শাহেদ। পরে তারা উজ্জলের টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার জন্য ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে লাশ লুকিয়ে রাখেন। ঘটনার চার দিন পর পুলিশ লাশ উদ্ধার করে।

ওই দিনই উজ্জ্বলের বাবা শহিদ আকন কাউখালী থানায় চারজনের নামে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তাদের মধ্যে দুইজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

আইনজীবী আলাউদ্দিন বলেন, আদালত ১৬ জনের সাক্ষ্য ও তথ্য-প্রমাণের ভিত্তিতে দুই আসামিকেই দোষী সাব্যস্ত করে এই দায় দিয়েছে। পলাতক আসামি গ্রেপ্তারের দিন থেকে তার সাজা কার্যকর হবে।