• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

পিরোজপুরে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৭ মার্চ ২০২০  


 

পিরোজপুরে অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী। এ উপলক্ষে আজ সূর্যদয়ের সাথে সাথে শহরের বঙ্গবন্ধু চত্তরে ৩১ বার তোপধ্ধনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সকল সরকারী-বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ৯ টায় বঙ্গবন্ধু চত্তরে
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এরপর জেলা পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ ও পৌরসভাসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন বিদ্যালয় সহ সামাজিক- সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতি। পরে সকালে সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে কেক কেটে ও মিষ্টি বিতরন করা হয়। দিনের অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল বিভিন্ন মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনা, কারাগার, হাসপাতাল ও শিশু সদনে উন্নতমানের খাবার পরিবেশন এবং সকল সরকারী- বেসরকারী ভবন সমুহে আলোকসজ্জা।