• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

পিরোজপুরে পুলিশের উদ্যোগে নো মাস্ক নো মুভমেন্ট কার্যক্রম শুরু

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২০  

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে জেলা পুলিশের উদ্যোগে শুরু হয়েছে ‘নো মাস্ক, নো মুভমেন্ট’ কার্যক্রম। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদের সামনের সড়কে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহ্নেওয়াজ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃ নূরুল ইসলাম বাদল, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় পুলিশ সুপার বলেন সারা দেশে ‘নো মাস্ক, নো সার্ভিস কার্যক্রম’ চালু আছে। তবে বিভিন্ন অফিসে মানুষের যাতায়াতের সংখ্যা খুবই কম। তাই সকল মানুষ যাতে বাইরে বেরোনোর পর মাস্ক ব্যবহার করে তা নিশ্চিতের লক্ষ্যে ‘নো মাস্ক নো, মুভমেন্ট’ কার্যক্রম চালু করেছে। এর মাধ্যমে যারা মাস্ক ছাড়া বাইরে বের হবে তাদেরকে শহরে ঢুকতে দেওয়া হবে না। আর যতদিন সাধারণ মানুষ পুরোপুরি মাস্ক ব্যবহার অভ্যস্থ হবে, ততদিন পুলিশের এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান পুলিশ সুপার।