• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

পিরোজপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২০  

প্রাথমিক বিদ্যালয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুর উপজেলা শিক্ষা অফিস উদ্যেগে  পিরোজপুর সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহযোগিতায় মঙ্গলবার সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা ও সহকারি শিক্ষা  কর্মকর্তাবৃন্দের ও শিক্ষাদের উপস্থিতিতে  এক মতবিনিময় সভা  উপজেলা শিক্ষা অফিসের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।  
পিরোজপুর সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার শিকদার জার্জিস হোসেন, টিআইবি’র এরিয়া ম্যানেজার ধীমান গাইন, ব্রাহ্মণকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীহার কনা মুখার্জী, সনাক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ খান, সনাক সদস্য প্রফেসর আবদুল জলিল আকন ও ডঃ মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমূখ।  সভাটি সঞ্চালনা করেন টিআইবি’র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জি.এম. মাজহারুল আলম। জেলার প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট, ওয়েব পোর্টাল বিষয়ক, নিয়মিত নোটিশ বোর্ড হালনাগাদকরণ, উপবৃত্তি প্রাপ্তির শর্তসমূহ দৃশ্যমান স্থানে টানানো, পুরুষ শিক্ষক পদায়ন, স্কুলের বাউন্ডারী ওয়াল নির্মাণ, দপ্তরী নিয়োগ, পিরোজপুর সদরের সকল স্কুলে একটিভ মাদার্স ফোরাম গঠন ইত্যাদি ইস্যু নিয়ে  মতবিনিম হয়।