• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

পিরোজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে প্রতিবন্ধী দিবস পালিত

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৯  

 

পিরোজপুরে বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ২৮তম আন্তর্জাতিক এবং ২১ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চ থেকে একটি র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা স্কাউট ভবনে এসে শেষ হয়। পওে স্কাউট ভবন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আক্তারুজ্জামান তালুকদার। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা প্রাশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ হায়াতুল ইসলাম খান, সিভিল সার্জন ডাঃ মোঃ ফারুক আলম, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী ও এ্যাড. শহিদুল্লাহ খান। বক্তারা বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকার সমাজে প্রতিবন্ধীদের মাথা উচু করে দাঁড়াতে বিভিন্ন মূখী কর্মকান্ড পরিচালনা করছেন। প্রতিবন্ধীদের জন্য প্রতিবন্ধী সুরক্ষা আইন করেছেন, প্রতিবন্ধীদের সনাক্তকরণের জরিপ করেছেন, প্রতিবন্ধীদের চিকিৎসার জন্য পিরোজপুরসহ সারা দেশে ১০৮টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন, প্রতিবন্ধী ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরিত করার পরিকল্পনা বাস্তবায়ন করছেন, প্রতিবন্ধীদের ভাতা দিচ্ছেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষিত করে গড়ে তোলার জন্য বিভিন্ন অংকের ভাতা দিচ্ছেন, সরকারি চাকুরীতে তাদের জন্য কোঠা সংরক্ষন করা হয়েছে, যানবাহনে তাদের জন্য সিট নির্দিষ্ট করে রাখা হয়েছে। এছাড়া তাদের কল্যাণে বর্তমান সরকার সার্বক্ষণিক বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছেন এবং তা বাস্তবায়ন করছেন। প্রতিবন্ধীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আপনারা কখনও নিজেদেরকে অসহায় মনে করবেন না, সরকার আপনাদের সাথে আছে। র‌্যালী ও আলোচনা সভায় বিভিন্ন শ্রেণির প্রতিবন্ধী, বে-সরকারি সংস্থার কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আইনজীবিবৃন্দ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ যোগদান করেন।