• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

পিরোজপুরে সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষার্থে জেলা প্রশাসনের পিপিই

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৪ মে ২০২০  

পিরোজপুর প্রতিনিধিঃ করোনাভাইরাস পরিস্থিতিতে পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষার্থে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) দিয়েছে জেলা প্রশাসন। বুধবার বিকেলে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এ পিপিই প্রদান করেন।
এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও এনডিসি মফিজুল ইসলাম প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সিনিয়র সাংবাদিক মাহামুদ হোসেন, গৌতম চৌধুরী, এস এম পারভেজ, এ কে আজাদ, শফিউল হক মিঠু, এস এম রেজাউল ইসলাম শামীমসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে এদিন ২০টি পিপিই প্রদান করা হয়। এর আগে পিরোজপুর-১ আসনের এমপি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম ব্যক্তিগত উদ্যোগে পিরোজপুর প্রেসক্লাবের সদস্যদের জন্য ১০টি পিপিই এবং ২ লাখ টাকা অনুদান দেন।