• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

পিরোজপুরে ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি করছে টিসিবি

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৯  

পিরোজপুর প্রতিনিধি:

বাজারদর নিয়ন্ত্রণে রাখতে পিরোজপুরে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

আজ সোমবার সকাল ১০টায় শহরের নড়াইলপাড়া এলাকায় এ পেঁয়াজ বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন। পেঁয়াজের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে আজ থেকে শহরের এক স্থানে বিক্রি শুরু করলেও আগামীকাল থেকে কয়েক স্থানে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হবে বলে জানান জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন। 

টিসিবি’র ডিলার আরমান এন্টারপ্রাইজের মালিক তোফাজ্জল হোসেন স্বপন মল্লিক জানান, ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি খবর শোনার পরপরই পেঁয়াজ ক্রয়ের জন্য লম্বা লাইন দিচ্ছে গ্রাহকরা। আজ প্রথম দিনে ১ টন পেঁয়াজ দেয়া হবে এবং এর পর থেকে প্রতিদিন ৪ টন করে পেঁয়াজ বিক্রি করা হবে শহরের কয়েকটি স্থানে।  জনপ্রতি এক কেজি করে সকাল ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত এ পেঁয়াজ বিক্রি হবে।

উল্লেখ্য, পিরোজপুর  বাজারে খুচরা পেঁয়াজ কেজি প্রতি ২০০ থেকে ২১০ টাকায় বিক্রি হচ্ছে এখনো। কম দামে পেঁয়াজ কিনতে পেরে খুশি ক্রেতারা।