• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পিরোজপুরে ”স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ” শীর্ষক মেলা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৮ মার্চ ২০২১  

পিরোজপুর প্রতিনিধিঃ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে “স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশ”- শীর্ষক দু’দিন ব্যাপী উন্নয়ন মেলা শনিবার পিরোজপর গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠে শুরু হয়েছে। মেলায় প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।

এ উপলক্ষে শহরের বঙ্গবন্ধু চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে স্বাধীনতা মঞ্চ প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে স্বাধীনতা মঞ্চের আলোচনা সভায় বক্তারা ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের প্রেক্ষাপট এবং গত দু’যুগের বিবিধ উন্নয়নের দিক নিয়ে অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে বেলুন উড়িয়ে উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন এবং মেলার ষ্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান ও অতিথিবৃন্দ।

অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরি রওশন ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকী, অধ্যক্ষ প্রফেসর আলী আজম, জেলা আওয়ামীলীগৈর সাধারন সম্পাদক এমএ হাকিম হাওলাদার, জিয়াউল আহসান গাজী, মুক্তিযোদ্ধা গৌতম রায় চৌধুরি, প্যানেল মেয়র আঃ হাই জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুর ইসলাম টিটু। মেলায় বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক উপকরনাদি প্রদর্শনের মাধ্যমে মোট ২০টি ষ্টল স্থান পেয়েছে।