• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

পিরোজপুরের ৭ উপজেলায় বাছাই শেষে ৩টি পদে ৮১ জন প্রার্থী বৈধ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৬ মার্চ ২০১৯  

 

উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের নির্বাচনে পিরোজপুরের ৭ টি উপজেলায় ৩ টি পদের বিপরীতে মোট ৯১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বুধবার মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে জেলার ৭ উপজেলায় ৩ টি পদের বিপরীতে মোট ৮১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষনা দিয়েছেন জেলা রিটার্ণিং কর্মকর্তা।
এদের মধ্যে চেয়ারম্যান পদে ২১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩১ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। তবে দলীয় মনোনয়ন না পাওয়ায়  আওয়ামী লীগের অনেক নেতাই চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। 
এর মধ্যে পিরোজপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন,  মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, ইন্দুরকানী উপজেলায় চেয়ারম্যান পদে (বাতিল-১)  ৩ জন,  ভাইস চেয়ারম্যান পদে ৫ জন,  মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, মঠবাড়িয়া  উপজেলায় চেয়ারম্যান পদে (বাতিল-৪)   ২ জন, ভাইস চেয়ারম্যান পদে (বাতিল-১)   ২ জন , মহিলা ভাইস চেয়ারম্যান পদে (বাতিল-১) ৩ জন,  কাউখালী উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, ভান্ডারিয়া উপজেলায় চেয়ারম্যান পদে (বাতিল-১) ২ জন, ভাইস চেয়ারম্যান পদে (বাতিল-১) ৫ , মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২  জন, নেছারাবাদ উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং নাজিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে (বাতিল-১)  ৬ জন প্রার্থীর  মনোনয়ন পত্র বৈধ হয়েছে।