• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পিলখানা হত্যার বিচার, আ’লীগের উজ্জ্বল দৃষ্টান্ত : কাদের

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২০  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকার পিলখানা ট্রাজেডির দ্রুত বিচার সম্পন্ন করে বিশ্বের মাঝে একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় জাদুঘরে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত 'জাতীয় শিশু কিশোর পরিষদের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিশু কিশোরদের মাঝে শিক্ষা উপকরণ, ল্যাপটপ বিতরণ ও আলোচনা সভায়' প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ২৫ ফেব্রুয়ারির পিলখানা ট্রাজেডি নিয়ে বিএনপি এখনো মিথ্যা বলছে। বিএনপি'র সেক্রেটারি জেনারেল বলেছেন তারা ক্ষমতায় গেলে পিলখানা ট্রাজেডির বিচার করবে। আমি বলতে চাই এত লোকের বিচার, এত দ্রুত বিচার বিশ্বের বুকে নজিরবিহীন ঘটনা যা শেখ হাসিনা করেছেন। বর্তমান সরকার পিলখানা ট্রাজেডির দ্রুত বিচার সম্পন্ন করে বিশ্বে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি আরো বলেন, ফখরুল সাহেবকে বলতে চাই নতুন করে বিচার করতে গেলে কেঁচো খুঁড়তে বিষাক্ত সাপ বেরিয়ে আসবে। যিনি দুপুর ১২টার আগে ঘুম থেকে ওঠেন না সেই বেগম জিয়া ভোর ৭টা থেকে কোথায় হারিয়ে গিয়েছিলেন তা নতুন বিচার করতে গেলে বেরিয়ে আসবে।

যিনি ১২টার আগে ঘুম থেকে ওঠেন না, তিনি ভোর ৫টা থেকে ৭টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী ১১ বার তারেক রহমানের সাথে টেলিফোনে কথা বলেছেন। নতুন বিচার করতে গেলে কি কথা বলেছেন সেটাও বের করা হবে।

ওবায়দুল কাদের বলেন, দেশে অনেক সরকার ক্ষমতায় এসেছে। বঙ্গবন্ধু হত্যার পর ২১ বছর আমরা ক্ষমতায় ছিলাম না। দেশে ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের নেতাকর্মীরা অনেক দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি করছে শেখ হাসিনা ছাড়া আর কোনো প্রধানমন্ত্রী নিজের দলের নেতার বিচার করেননি। এর একটা উদাহরণ কেউ দিতে পারবে না।

নিজের দলের চাঁদাবাজ, সন্ত্রাসী, ভূমিদস্যু পাপিয়ার মত অপরাধী তাদের দলেও ছিলো কিন্তু কখনো বিচার করেনি। শেখ হাসিনা কোনো অপরাধীকে তার দলে প্রশ্রয় দেবেন না। প্রধানমন্ত্রীর নির্দেশেই পাপিয়াকে গ্রেফতার করা হয়েছে। ফখরুল সাহেবদের দলেও অনেক খুনি, সন্ত্রাসী, অপরাধীরা ছিল তাদের কোনো বিচার করা হয়নি।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রকিবুর রহমান, সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর, অধ্যাপক ড. আবুল হাশেম প্রমুখ।