• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

পুলিশে চাকরি দেয়ার কথা বলে টাকা নেন এই ‘সচিব’

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৯  

পুলিশের সাব-ইন্সেপেক্টরসহ (এসআই) বিভিন্ন সরকারি চাকরি দেয়ার কথা বলে বেশ কয়েকজনের কাছ থেকে ২০ লাখ টাকা নিয়েছিলেন মো. আবুল কালাম আজাদ (৩৫)। যিনি নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বলে পরিচয় দিতেন। এই প্রতারককে গ্রেফতার করেছে সিআইডি।

সিআইডি জানায়, এসআই নিয়োগ পরীক্ষায় টাকার বিনিময়ে চাকরি দেয়ার কথা বলে তিনি বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।

রোববার সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএস) কানিজ ফাতেমার নির্দেশ ও সার্বিক তত্ত্বাবধানে অভিযান চালিয়ে তাকে মিরপুর থেকে গ্রেফতার করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, আসামি বাংলাদেশ পুলিশের ভাবমূতি ক্ষুণ্নকারী। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পরিচয় দিয়ে সাব-ইন্সেপেক্টর পদে অর্থের বিনিময়ে চাকরি দেয়ার প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে পল্টন থানায় অর্থ আত্মসাতের একটি মামলা করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

তদন্তে জানা যায়, আজাদ এসআইসহ বাংলাদেশের বিভিন্ন সরকারি দফতরে চাকরি দেয়ার কথা বলে মামলার বাদীর কাছ থেকে ২০ লাখ টাকা আত্মসাৎ করেন। এ ছাড়া বিভিন্ন লোকের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে বাংলাদেশ পুলিশসহ সরকারি বিভিন্ন দফতরের ভাবমূর্তি ক্ষুণ্ন করে আসছিলেন। সিআইডি জানায়, মামলাটি তদন্ত করে প্রতারকচক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।