• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

পেঁয়াজে কোনো ইমপোর্ট ডিউটি নেই: অর্থমন্ত্রী

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৯  

পেঁয়াজের বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয় দেখভাল করে। আমাদের কাজ অর্থ দেওয়া। পেঁয়াজের জন্য বাণিজ্য মন্ত্রণালয় যা চাইবে সব দেওয়া হবে। পেঁয়াজ আমদানিতে এখন কোনো ইমপোর্ট ডিউটি (আমদানি শুল্ক) নেই। শুক্রবার (১৫ নভেম্বর) টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতাল পরিদর্শনে গিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন।

তিনি বলেন, আমার জানা মতে, পেঁয়াজের কোনো ইমপোর্ট ডিউটি নেই। পেঁয়াজ আমদানির জন্য কোনো বাধা থাকে না। গতকাল (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী জাতীয় সংসদে পেঁয়াজের সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী কাজ করবে।

দুর্নীতি প্রসঙ্গে মুস্তফা কামাল বলেন, যে অর্থনীতে দুর্নীতি থাকে সেই অর্থনীতি টেকসই হতে পারে না। আমরা টেকসই উন্নয়ন করবো। সব ধরনের দুর্নীতিকে বাদ দিয়ে সামনে এগিয়ে যাবো।