• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

পেশীশক্তি নয়, আদর্শের রাজনীতি করুন: নওফেল

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯  

আওয়ামী লীগ নেতা-কর্মীদের পেশীশক্তি নয়, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করার আহ্বান জানিয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেছেন, ‘পেশীশক্তি দেখাবেন না। নিজেদের মধ্যে বিশৃঙ্খলা করবেন না। আসুন, সবাই মিলে আদর্শের রাজনীতি করি। বঙ্গবন্ধুর আদর্শের চর্চা করি।’

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠ এলাকায় মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ আয়োজিত বিজয় শিখা প্রজ্জ্বলন অনুষ্ঠানে নওফেল এসব কথা বলেন।

ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা তাদের বিজয়ের শিখা তরুণ প্রজন্মের হাতে তুলে দিয়েছেন। আমাদের সেই বিজয় শিখা প্রজ্জ্বলিত রাখতে হবে।

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের চর্চা করে, শৃঙ্খলার সঙ্গে রাজনীতির চর্চা করলেই বিজয় শিখা প্রজ্জ্বলিত থাকবে।’ বলেন তিনি।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে নওফেল বলেন, আসুন সবাই মিলে দেশ গড়ার শপথ নিই। আদর্শের রাজনীতি চর্চার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। সোনার বাংলাদেশ গঠনে আত্মনিয়োগ করি।

মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ আয়োজিত বিজয় শিখা প্রজ্জ্বলন অনুষ্ঠানের উদ্বোধন করেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

বিজয় শিখা প্রজ্জ্বলন করেন বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান ও শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। বক্তব্য দেন নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন।

মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব মো. ইউনুছের সঞ্চালনায় বিজয় শিখা প্রজ্জ্বলন অনুষ্ঠানে নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, নগর আওয়ামী লীগের সহ সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, কোষাধক্ষ আবদুচ ছালাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চন্দন ধর, নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

১৯৮৯ সালে চট্টগ্রামে প্রথম মুক্তিযুদ্ধের বিজয় মেলার আয়োজন করা হয়। আমৃত্যু এ বিজয় মেলা কমিটির চেয়ারম্যান ছিলেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী।