• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

পোষা প্রাণী থেকে করোনা সংক্রমণ হয় না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৬ জুলাই ২০২০  

মানুষ থেকে অন্য পোষা প্রাণীতে (কুকুর, বিড়াল, বাঘ) করোনা ছড়ানোর প্রমাণ পাওয়া গেলেও পোষা প্রাণী থেকে মানুষে করোনা ছড়ানোর এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিজস্ব ওয়েবসাইটে দেয়া একটি প্রশ্নের উত্তরে এমনটিই জানা গেছে। তবে সংক্রমিত হওয়ার পর এসব প্রাণী অন্য প্রাণী কিংবা সমজাতীয় পশুতে সংক্রমণ ছড়িয়ে দিতে পারে।

 

 

কুকুর কিংবা বিড়ালের মতো প্রাণী মানুষ থেকে করোনা সংক্রমিত হলেও তারা অন্য মানুষের মধ্যে সেই সংক্রমণ পাল্টা ছড়িয়ে দেয় না। তবে বেঁজিজাতীয় প্রাণীতে থেকে মানবদেহে করোনা ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনার এই সময় পোষা প্রাণীকে চুম্বন, আদর কিংবা নিজের খাওয়া খাবার পোষা প্রাণীতে দিতেও নিরুৎসাহিত করা হয়েছে। পাশাপাশি পোষা প্রাণীকে খাবার দেয়ার পর, দেখাশুনা করার পর ভালো করে হাত ধোয়ারও পরামর্শ দেয়া হয়েছে। 

সাধারণত করোনা আক্রান্ত ব্যক্তির থেকে হাঁচি, কাশির মাধ্যমে অন্য ব্যক্তির শরীরে করোনা ছড়ায়। তাই করোনায় সংক্রমিত ব্যক্তি ও করোনা সংক্রমণ হওয়ার আশঙ্কা আছেন এমন ব্যক্তিদের পোষা প্রাণীর সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সংস্থাটি।