• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৯  

গোটা বিশ্বকে অবিলম্বে ‘প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ’ বন্ধ করতে হবে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ব নেতাদের আরও রাজনৈতিক সদিচ্ছা জাগাতে হবে। এমনটাই মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। 

রবিবার (১ ডিসেম্বর) মাদ্রিদে দুই সপ্তাহের বিশ্ব জলবায়ু সম্মেলন শুরুর প্রাক্কালে গুতেরেস এসব কথা বলেন। খবর ‘এএফপির’

জাতিসংঘ মহাসচিব বলেছেন, ‘গত কয়েক দশক যাবত মানবজাতি এই বিশ্বব্রহ্মাণ্ডের সঙ্গে যুদ্ধ করে আসছে। যার পাল্টা আঘাতও এরই মধ্যে আসতে শুরু করেছে।’

তিনি আরও বলেন, ‘প্রকৃতির বিরুদ্ধে আমাদের অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে। আমরা জানি সেটা অবশ্যই সম্ভব। কেননা বিজ্ঞান বলছে আমরা তা করতে পারব।’

বিশ্বের বৃহৎ অর্থনৈতিক দেশগুলো তাদের কার্বন দূষণ কমাতে যথেষ্ট চেষ্টা করছে না বলেও সম্মেলনে অভিযোগ করেন গুতেরেস।

বিশ্লেষকদের মতে, বিশ্বব্যাপী দাবানল থেকে শুরু করে বন্যার মতো চরমভাবাপন্ন পরিস্থিতি মূলত মনুষ্যসৃষ্ট বিশ্ব উষ্ণায়নেরই ফল। এমন সংকটময় পরিস্থিতিতে ২০১৫ সালে স্বাক্ষরিত প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নের জন্য এরই মধ্যে সম্মেলনে বাড়তি চাপ আসতে শুরু করেছে। যে কারণে চুক্তি অনুযায়ী বিশ্বের ক্রমবর্ধমান তাপমাত্রা কমাতে একমত হয়েছেন নেতারা।