• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

প্রচণ্ড ঝড়ে বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৭ মে ২০২০  

দেশের বেশ কয়েকটি জেলায় প্রচণ্ড ঝড় ও ভারি বৃষ্টিতে ঘরবাড়ি, ফসলি জমি এবং আম-লিচুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন এসব এলাকার মানুষ। জয়পুরহাটে দেয়াল ধসে একই পরিবারের তিনজন এবং নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুসহ সারাদেশে মোট ৮ জনের মৃত্যু হয়েছে।
 

দিনাজপুর:

কালবৈশাখী ঝড়ে দিনাজপুর সদরের কসবা, মালিগ্রাম, পুলহাট মাসিমপুর, বিরল এবং চিরিরবন্দর উপজেলার বিভিন্ন এলাকায় বড় বড় আম ও লিচু গাছ উপড়ে পড়েছে। কৃষি বিভাগের হিসাবে আম এবং লিচুর প্রায় ২০ শতাংশ ক্ষতি হয়েছে।

জয়পুরহাট:

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে জয়পুরহাটের বিভিন্ন উপজেলায় প্রচণ্ড ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় বাড়িঘর ও গাছপালা। এসময় ক্ষেতলাল উপজেলার খলিশাগাড়ি এলাকার বাসিন্দা জয়নালের বাড়ির দেয়াল ধসে পড়ে। এতে দুই শিশুসহ একই পরিবারের ৩জন মারা যায়। এছাড়া কালাই উপজেলায় ঝড়ের কবলে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

এদিকে, জেলার নামাপাড়া, বটতলী, দোগাছীসহ অন্তত ৪০টি গ্রামের কয়েকশ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। বিচ্ছিন্ন রয়েছে জেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগও ।

রাজশাহী:

এদিকে, ঝড়ে রাজশাহীতে আম এবং লিচুর অনেক ক্ষতি হয়েছে। উপড়ে গেছে গাছ । মারাত্মক ক্ষতির আশঙ্কায় আছেন বাগান মালিকরা।

সুনামগঞ্জ:

সুনামগঞ্জের হাওরে ভারি বৃষ্টি এবং পাহাড়ি ঢলে যাদুকাটা, সুরমা, পাটলাই এবং মনাইসহ বেশ কয়েকটি নদীতে পানি বেড়েছে।

এদিকে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভারি বৃষ্টির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুসহ তিন জন মারা গেছে। এছাড়া বরিশালের মুলাদী উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।