• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

প্রত্যেক মানুষকে কোটিপতি বানাতে পারে এই অ্যাস্ট্রয়েড

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২০  

লোহা, নিকেল এবং সিলিকা দিয়ে তৈরি এক গ্রহাণু নিয়ে গবেষণা করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)। এই গ্রহাণুর নাম দেয়া হয়েছে ‘১৬-সাইকি’। গবেষণায় উঠে এসেছে যে, এই গ্রহাণু পৃথিবীর প্রত্যেক মানুষকে কোটিপতি বানাতে পারে।

আলোচিত এই গ্রহাণুতে যে পরিমাণ লোহা মজুত রয়েছে, তার দাম হতে পারে আনুমানিক ১০ হাজার কোয়াড্রিলিয়ন পাউন্ড। অর্থাৎ ১০ হাজারের পেছনে আরো ১৫ টি শূন্য বসবে। এছাড়া নিকেল ও সিলিকা তো রয়েছেই। এই ধাতুগুলো যদি বিক্রি করা হয় তাহলে পৃথিবীর প্রতিটি মানুষ প্রায় ১০ হাজার কোটি টাকা পাবেন।

‘১৬-সাইকি’ প্রতি ৫ বছরে সূর্যকে একবার পাক খায়। এটি চাঁদের ওজনের মোট ১ শতাংশ। এই গ্রহাণুর প্রশস্ত ২২৬ কিলোমিটার এবং এটিকে ভালোভাবে পর্যবেক্ষণের জন্য একটি মহাকাশযান পাঠিয়েছে নাসা। বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, এটি বর্তমানে মঙ্গল ও বৃহস্পতির মাঝে ঘুরছে।

নাসা বলছে, এই অ্যাস্ট্রয়েডকে পৃথিবীর আরো কাছে আনার কোনো পরিকল্পনা নেই। তবে এটিতে গিয়ে এর লোহা পরীক্ষা করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে নাসা।