• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

প্রধানমন্ত্রী বিশ্বের শ্রেষ্ঠ দুর্নীতিমুক্ত রাষ্ট্রপ্রধান

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯  

পিরোজপুর প্রতিনিধি: গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেন, আওয়ামীলীগ ক্ষমতায়  আসলে দেশের উন্নয়ন হয়। গত ১০বছরে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে তা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনেই সম্ভব হয়েছে । দক্ষিন অঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতুর সিংহভাগ  আজ প্রায় শেষের পথে।  দেশকে দুর্নীতিমুক্ত রাখতে পারলেই এ উন্নয়ন বাস্তবায়ন করা সম্ভব।  আর প্রধান মন্ত্রী শেখ হাসিনা একজন বিশ্বের শেষ্ঠ দুর্নীতি মুক্ত রাষ্ট্র প্রধান।  আজ শুক্রবার বিকালে নাজিরপুরের দীর্ঘার তালতলা নদীর উপর নির্মিত শেখ হাসিনা সেতুর উদ্বোধনী   অনুষ্ঠানে  তিনি এ কথা বলেন। স্থানীয় দীর্ঘা বাজারে এলজিইডি’র পিরোজপুর জেলা নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন  উপজেলা প্রকৌশলী  মো. জাকির হোসেন মিয়া, ইউনিয়ন আ’লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাষ্টার মো. শাহ আলম আকন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, পিরোজপুর  জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, ভারপ্রাপ্ত  পুলিশ সুপার  মোল্লা  মো.  আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজি আক্তার প্রমুখ।  জানা গেছে, এলজিইডির অর্থায়নে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে  গত ২০১২ সালের ২৭ ফেব্রুয়ারী উপজেলার নাজিরপুর-বৈঠাকাটা সড়কের তালতলা নদীর উপর  এ সেতু নির্মানের  ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়।  ৩৬০ মিটার দৈর্ঘ্য আর ৮দশমিক ৪মিটার প্রস্থের এ সেতুটির নির্মানকাজ গত ডিসেম্বর মাসে  শেষ করেন এর  সংশ্লিষ্ট ঠিকাদার।  এ সেতু নির্মানের ফলে নাজিরপুরের উপজেলার দীর্ঘা, দেউলবাড়ি ও কলরাদোয়ানিয়ার সহ বরিশালের বানারিপাড়া ও স্বরূপকাঠীর সাথে সড়ক পথে ঢাকার যোগাযোগ সহজ হয়ে গেছে।