• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৬ জুলাই ২০২০  

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিতকরে কটূক্তি করে পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় আবদুল কাইয়ুম ফতেপুরী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর সোমবার (৬ জু্লাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার আবদুল কাইয়ুম ফতেপুরীর বাড়ি হাটহাজারী থানাধীন ফতেপুর এলাকায়।

হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা বলেন, আবদুল কাইয়ুম ফতেপুরী নামে একজনকে খাগড়াছড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে ফেসবুকে কটূক্তির দায়ে অভিযুক্ত। তার বিরুদ্ধে রাসেল নামে একজন মামলা দায়েরের পর থেকে পলাতক ছিলেন। আবদুল কাইয়ুম ফতেপুরীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ফেসবুকে আবদুল কাইয়ুম ফতেপুরী নামের ওই যুবক লিখেছিলেন, ‘আবুল তাবোল উইকেট পড়তেছে, আমরা সরাসরি জননীর আশায় আছি।' এ ঘটনায় ১৯ জুন রাসেল নামে এক ছাত্রলীগ নেতা হাটহাজারী থানায় আবদুল কাইয়ুম ফতেপুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।