• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

প্রধানমন্ত্রীর তহবিলে নৌ মন্ত্রণালয়ের ৩১ কোটি টাকা অনুদান

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২০  

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৩১ কোটি টাকা অনুদান দিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়।

রোববার (০৫ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ অনুদান হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর পক্ষে অনুদান গ্রহণ করেন তার মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস। এ সময় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুদান প্রদান অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।

নৌপরিবহন মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর ও সংস্থাসমূহের কর্মকর্তা-কর্মচারিদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ এবং অনুদান বাবদ ৩০ কোটি ৮৮ লাখ ৮০ হাজার ১১৮ টাকার চেক প্রদান করা হয়।

এ অনুষ্ঠান থেকে নৌ পরিবহন মন্ত্রণালয় ছাড়াও ৪৯টি সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদান করে।