• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে মাটির ব্যাংকে জমানো টাকা দান

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৫ মে ২০২০  

পিরোজপুর প্রতিনিধিঃ করোনা প্রাদুর্ভাবে অসহায় মানুষের কষ্ট-দুর্দশা লাঘবে নিজেদের সঞ্চিত সামান্য অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে পিরোজপুরে পাঁচ শিশু শিক্ষার্থী অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলো। পৌর এলাকার মরিচাল গ্রামের মিনা শিশু নিকেতনের পাঁচ থেকে সাত বছরের পাঁচ শিশু মাটির ভারে (মাটির তৈরী ব্যাংক) জমানো ১,৪২২ টাকার এই অর্থ গতকাল সোমবার জেলা প্রশাসকের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়। এই শিশু দাতারা হলো মাশরাফি ইমরান আরিয়ান, বুশরা আক্তার, রেজভি হোসেন, সিনথিয়া ইসলাম ও শামীম মিনা।

করোনা দুর্গতদের প্রতি এই শিশুদের সহানুভূতি প্রশংসা করে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, এদের কাছ থেকে সকলের শিক্ষা নেয়ার সুযোগ রয়েছে। এই দুঃসময় শিশুরাও যে অসহায় মানুষের পাশে দাড়াতে পারে তা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। এই ঘটনা দেখে বিত্তবানদের উচিত এগিয়ে আসা।
উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম মাজেদ জানান, শিশুদের জমানো এই সামান্য অর্থের সাথে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ আরও ১৪,১০০ টাকা প্রধানমন্ত্রীর তহবিলে দান করেছেন। যা শিশুদের এই মহানুভবতাকে অনুপ্রেরণা যোগাবে।
পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ এ অর্থ দান কালে উপস্থিত ছিলেন।