• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে খাদ্যসামগ্রী বিতরণ করছে ছাত্রলীগ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৩ মে ২০২০  

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে অসহায় দুস্থ মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে ছাত্রলীগ। ছাত্রলীগের এসব কার্যক্রম করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শেখ হাসিনার নির্দেশে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।

মঙ্গলবার বিকেলে মহামারী করোনা পরিস্থিতিতে সরকারের চলমান কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার দক্ষিণ খান ও উত্তরখান এলাকার অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।

রাজধানীর দক্ষিণ খান ও উত্তরখান এলাকায় ১শ’ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, আলু, পেঁয়াজ, সবজি ও ইফতারিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-সাহিত্য সম্পাদক রিয়াদ হাসান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি কে এম টিপু সুলতান, সহ-সভাপতি রিয়াজুল ইসলাম প্রমুখ।