• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে কি রসিকতা করছে লোকটি!

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১০ মে ২০২০  

লকডাউনের মধ্যেই একটি পার্কে পায়চারী করছেন করোনা থেকে সদ্য সুস্থ হয়ে উঠা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। তা দেখেই যেন একজন পথচারী তার আঙ্গুল নেড়ে কিছু একটা বলছেন প্রধানমন্ত্রীকে। লোকটি কি বলছে তা বোঝা না গেলেও তার মৃদু হাসি এবং পেছনে দাঁড়ানো এক নারীর হাসি দেখে বোঝা যাচ্ছে কিছু একটা নিয়ে রসিকতা হচ্ছে।

রবিবার সকালে সেন্ট্রাল লন্ডনের সেন্ট জেমস পার্কে অনেকটা অগোছালো ভঙ্গিতে পায়চারী করছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু তিনিই লন্ডনবাসীকে বলেছিলেন লকডাউনের শেষ কিছুদিন বাসায় থাকার জন্য। কিন্তু সেই নেতাই যখন কফি হাতে ঘুরছেন তখন সাধারণ মানুষ কিভাবে মানবে তার উপদেশ! আঙ্গুল দুলিয়ে লোকটি কি বরিসকে সেই কথাই বলছে?

আজ ডাউনিং স্ট্রিট থেকে এক টুইট বার্তায় বরিস বলেছিলেন, ‘ সাপ্তাহিক ছুটিতে দয়াকরে বাড়িতে থাকুন, যাতে আমরা করোনা নিয়ন্ত্রণ করতে পারি, জীবন বাঁচাতে পারি।’ আর দ্বিতীয় আরেকটি টুইট বার্তায় তিনি বলেন, যদি জরুরি প্রয়োজনে আপনি বাইরে বের হন তবে অবশ্যই অন্যের কাছ থেকে দুই মিটার দূরে থাকবেন।’ কিন্তু বিভিন্ন এলাকায় মানুষের ভ্রমণের দৃশ্য দেখে মনে হয় না কেউ প্রধানমন্ত্রীর কথা শুনছে।

সূত্র: মিরর ইউকে