• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

প্রধানমন্ত্রীর সহায়তায় এবার শতভাগ ধান ঘরে তুলেছে কৃষকেরা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৭ জুন ২০২০  

শুধু ধান উৎপাদনে রেকর্ডই নয়, সুনামগঞ্জের হাওরসহ পুরো জেলার শতভাগ বোরো ধান ঘরে তোলার ইতিহাস এবারই প্রথম। করোনার মহামারির মাঝেও শ্রমিক যোগান পাওয়ায় অনেক অসম্ভবও সম্ভব হয়েছে। ধানের বাম্পার ফলনের পাশাপাশি ভালো দাম পাওয়ায় খুশি কৃষকরা।

এবার বোরো মৌসুমে সুনামগঞ্জের হাওরবাসীর গোলা ভরেছে ধানে। প্রতিবছর হাওরবাসী বোরো মৌসুমের ধান বুনে বানের হুমকিতে মৌসুম শেষ করে। কোনো কোনো বছর পানিতে সম্পূর্ণ ধান তলিয়ে যায়। আবার কোনো বছর আংশিক। তার সাথে এবার যোগ হয় করোনা। আগাম ঢলের পানি আর করোনায় শ্রমিক সংকট নিয়ে চরম দুশ্চিন্তায় ছিলেন হাওরবাসী। তবে সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় এবারই প্রথম শতভাগ ধান ঘরে তুলেছেন কৃষকেরা।

সুনামগঞ্জ জেলা প্রশাসক আবদুল আহাদ বলেন, সব স্তরের জনগণকে নিয়ে হাওরে ধান কাটার একটা গণজাগরণ সৃষ্টি করেছিলাম। এর কারণে কৃষক নির্ধারিত সময়ে তাদের পাকাধান ঘরে তুলতে সক্ষম হয়েছেন। ধানের বাম্পার ফলনের পাশাপাশি দামও ভালো পাওয়ায় দারুণ খুশি কৃষকেরা।

সুনামগঞ্জ অটো রাইসমিল মালিক সমিতির সভাপতি মো. জিয়াউল হক বলেন, এবার ধানের সর্বোচ্চ দাম পাচ্ছেন কৃষকেরা। এবারের বোরো মৌসুমে জেলায় ২ লাখ ২০ হাজার হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়।