• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

প্রশ্ন ফাঁস-জালিয়াতির দায়ে ঢাবির ৬৩ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২০  

প্রশ্ন ফাঁস ও জালিয়াতির দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৩ শিক্ষার্থীকে আজীবন বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) শৃঙ্খলা পরিষদের বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়। এছাড়া ৯ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ৭ দিনের মধ্যে তাঁদের শোকজের জবাব দিতে বলা হয়েছে।

এ নিয়ে আজীবন বহিস্কৃত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ালো ৭৮ জনে। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফাঁস মামলায় ১২৫ জনকে আসামী করে চার্জশীট দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

আসামীদের মধ্যে ৮৭ জনই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জড়িত ১৫ জনকে আগেই আজীবন বহিস্কার করেছিল কর্তৃপক্ষ। বাকিদের কারণ দর্শাতে নোটিশ দেয় হয়। জবাব সন্তোষজনক না হওয়ায় ৬৩ জনকে স্থায়ী বহিস্কারের সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।