• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ফজরের আগে মাইকে গজল গাওয়া কি জায়েজ?

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৩ মার্চ ২০২০  

প্রশ্ন : আমাদের এলাকায় মসজিদ আছে, সেখানে প্রতিদিন ফজরের আজানের আগে মাইকে গজল, দরুদ ইত্যাদি পাঠ করা হয়। আমার প্রশ্ন হলো, ফজরের আজানের আগে মাইকে এভাবে গজল ইত্যাদি পাঠ করা জায়েজ কি না?

উত্তর : ফজরের আজানের পূর্বে ঘুমন্ত ব্যক্তিদের নামাজের প্রস্তুতির জন্য জাগ্রত করার উদ্দেশ্যে আপত্তিহীন পন্থা অবলম্বন করা উচিত। তাই আজানের পূর্বে নিয়মিত দরুদ ও গজল পাঠ শরিয়তে আপত্তিকর হওয়ায় তা পরিহার করবে। (আলমাদখাল : ২/২৫১, ফাতাওয়া রহিমিয়া : ৪/২৯১, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ২/৩০২, ৩/১৯৯)