• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

শীত আয়োজন

ফুলকপির বিরিয়ানি

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২০  

 

উপকরণ:

ফুলকপির বড় টুকরা ১ কেজি, পোলাওয়ের চাল আধা কেজি, পেঁয়াজ কুচি এক কাপ, বেরেস্তা আধা কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, এলাচ ২ টি, দারুচিনি ২ টুকরা, জয়ত্রি গুঁড়া সামান্য, কেওড়া জল আধা চা চামচ, কাঁচা মরিচ ২ থেকে ৩ টি, লবণ স্বাদমতো, তেল ৪ থেকে ৫ টেবিল চামচ।   

প্রণালী:

প্যানে তেল দিয়ে গরম করে তাতে গরম মশলা ও পেঁয়াজ দিয়ে বাদামি করে ভেজে নিন। এবার সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে ফুলকপি দিয়ে নাড়ুন। অল্প পানি দিয়ে কষান, আধা সেদ্ধ হয়ে এলে একটি বাটিতে তুলে রাখুন। এবার মশলার সঙ্গে চাল দিয়ে নেড়ে পানি দিয়ে দিন। পানি যখন ফুটে উঠবে ফুলকপি আর কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিন। আঁচ কমিয়ে একটি তাওয়ার উপর প্যান বসিয়ে রান্না করুন। বিরিয়ানি হয়ে আসলে পেঁয়াজ বেরেস্তা ও কেওড়া জল দিয়ে ১০ মিনিট দমে রেখে তারপর পরিবেশন করুন।