• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ফ্রান্সের ঐতিহাসিক গির্জায় ভয়াবহ আগুন

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৮ জুলাই ২০২০  

ফ্রান্সে ঐতিহাসিক সেন্ট-পিরে এট সেন্ট-পল ক্যাথেড্রালে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে শতাধিক দমকলকর্মী কাজ করছেন বলে খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার (১৮ জুলাই) নান্তে শহরের বহু বছরের পুরনো গির্জাটিতে আগুনের ধোঁয়া দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন দমকলকর্মীরা। এসময় ধোঁয়ায় চারদিকে আচ্ছন্ন হয়ে পড়ে। পরিস্থিতি খারাপের দিকে গেলে ঘটনাস্থলে যোগ দেন আরও দমকলকর্মী। সেন্ট-পিরে এট সেন্ট-পল ক্যাথেড্রালে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হতাহত এড়াতে গির্জার ভিতর এবং আশপাশ থেকে সরিয়ে নেয়া হয়েছে জনসাধারণকে।

তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও জানাতে পারেনি ফরাসি সরকার। তবে তদন্ত শুরু করেছে ম্যাক্রোঁ সরকার। গেল বছর নটরডেম ক্যাথেড্রালে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।