• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে পর্দার আড়ালের কুশীলবদের বিচার করা হবে

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২০  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে জড়িত একটি অংশের বিচার করা সম্ভব হয়েছে জানিয়ে মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত পর্দার আড়ালের কুশীলবদের বিচার করা হবে। এই হত্যাকাণ্ডে যারা নির্দেশনায় ছিলেন কিংবা পরোক্ষভাবে জড়িত ছিলেন, বাঙালি জাতি তাদের বিচারও নিশ্চিত করবে।’

সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে ‘বঙ্গবন্ধু দুঃস্থ কল্যাণ সংস্থা’ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ‘স্বৈরাচারবিরোধী আন্দোলন করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করে এবং দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে জনগণের রায় নিয়ে শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন। তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় না এলে যুদ্ধাপরাধীদের বিচার হতো না। আন্তর্জাতিকভাবে অনেক চাপ ছিল, অনুরোধ ছিল তাদের ছেড়ে দেওয়ার। কারো অন্যায় দাবির কাছে তিনি মাথা নত করেননি। তিনি ক্ষমতায় না এলে পৃথিবীর রোল মডেল হতে পারতো না বাংলাদেশ।’

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে শেখ হাসিনা ইতোমধ্যে ৪০টি মর্যাদা-সম্পন্ন আন্তর্জাতিক পদকে ভূষিত হয়েছেন। তিনি একজন সফল রাষ্ট্রনায়ক। শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাহক। তার সততা, দক্ষতা, বিচক্ষণতা ও গতিশীল নেতৃত্বের ফলে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী সদস্য পারভীন জামান কল্পনা, আওয়ামী লীগ নেতা এম এ করিম, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল প্রমুখ।