• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

বরিশালে প্রাথমিক সমাপনীতে বসেছে ১ লাখ ৮৮ হাজার শিক্ষার্থী

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৯  

 

বরিশালে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার ১ লাখ ৮৮ হাজার ৬৫৯ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

রোববার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ইংরেজি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে এ সমাপনী পরীক্ষা শুরু হয়।

প্রাথমিক শিক্ষা অ‌ধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যাল‌য় সূত্রে জানা যায়, বিভাগের ৬ জেলায় কেন্দ্রের সংখ্যা ৫২৭টি। মোট পরীক্ষার্থীদের মধ্যে ৮৭ হাজার ২৯১ জন ছাত্র ও ১ লাখ ১ হাজার ৩৬৮ জন ছাত্রী। এরমধ্যে প্রাথমিক সমাপনীতে ১ লাখ ৫১ হাজার ৩২৯ জন ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৭ হাজার ৩৩০ জন পরীক্ষার্থী।

বরিশাল জেলায় প্রাথমিক সমাপনীতে কেন্দ্রের সংখ্যা ১৫০টি আর পরীক্ষার্থী ৪২ হাজার ৯৩৭ জন। এরমধ্যে ১৮ হাজার ৯৬২ জন ছাত্র ও ২৩ হাজার ৯৭৫ জন ছাত্রী।

ইবতেদায়িতে ৬ হাজার ৭২১ জন পরীক্ষার্থী রয়েছে। এরমধ্যে ৪ হাজার ২০ জন ছাত্র ও ২ হাজার ৭০১ জন ছাত্রী।