• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বরিশালে বোর্ড সেরা পিরোজপুর, সর্বনিম্ন ঝালকাঠি

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৬ মে ২০১৯  


এবারের এসএসসি’র ফলাফলে পাসের হারে এগিয়ে বরিশাল বোর্ডের আওতাধীন পিরোজপুর জেলা। এ জেলার পাসের হার ৮৬.৯৫ শতাংশ।

তবে গত বছর ভোলা জেলা পাসের হারে সবার শীর্ষে অবস্থান করছিলো এবং পিরোজপুর জেলা ছিলো তৃতীয় অবস্থানে। 

অপরদিকে গত বছরের মতো এ বছরও ফলাফলে সর্বনিম্ন অবস্থান রয়েছে ঝালকাঠি জেলা।

বোর্ড সূত্রে জানা গেছে, প্রথম স্থানে থাকা পিরোজপুর জেলায় ২৪৫টি স্কুলের ১৩ হাজার ৬৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে পাস করেছে ১১ হাজার ৩৫৯ জন। পাসের মধ্যে ছেলের সংখ্যা ৫ হাজার ৬১ জন ও মেয়ে ৬ হাজার ২৯৮ জন। এ জেলার পাসের হার ৮০.৭২ শতাংশ।

দ্বিতীয় স্থানে রয়েছে বরগুনা জেলা। পাসের হার ৮০.৮৪ শতাংশ। এ জেলায় ১১ হাজার ১২৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮ হাজার ৯৯৪ জন। পাসের মধ্যে ছেলে ৪ হাজার ৪০১ জন ও মেয়ে ৪ হাজার ৫৯৩ জন। গতবছরও এ জেলা দ্বিতীয় অবস্থানেই ছিলো।

অপরদিকে গত বছর চতুর্থ স্থানে থাকা বরিশাল জেলা একধাপ এগিয়ে এবার তৃতীয় অবস্থানে উঠেছে। এবছর এ জেলায় ৩৫ হাজার ৯১৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৮ হাজার ৫০৭ জন। পাসের মধ্যে ছেলে ১৩ হাজার ৭১ জন ও মেয়ে ১৫ হাজার ৪৩৬ জন। এ জেলার পাসের হার ৭৯.৩৭ শতাংশ।

গত বছরের শীর্ষে থাকা ভোলা জেলা তিনধাপ নিচে নেমে এবার চতুর্থ স্থানে রয়েছে। এ জেলায় পাসের হার ৭৪.৪৭ শতাংশ। অপরদিকে গতবছর এ জেলার পাসের হার ছিলো ৮৩.০২ শতাংশ। এবছর ভোলা জেলায় ১৯৩ স্কুলের ১৫ হাজার ৭৩৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। মেটা পাস করেছে ১১ হাজার ৭৮২ জন। যার মধ্যে ছেলে ৬ হাজার ২৩২ ও মেয়ে ৫ হাজার ৫৫০ জন।

অপরদিকে গতবছরের মতো এবছর বোর্ডে অবস্থান ধরে রেখেছে পটুয়াখালী জেলা। গত বছর পঞ্চম স্থানে থাকা পটুয়াখালী জেলা এবারও পঞ্চমে রয়েছে। এ জেলায় ২০ হাজার ৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪ হাজার ৬৫৪  জন। পাসের মধ্যে ছেলে ৭ হাজার ৪৩৬ জন ও মেয়ে ৭ হাজার ২২২ জন। এ জেলার পাসের হার ৭৩.২৮ শতাংশ।

একইভাবে গতবছরের মতো এবছর বোর্ডে অবস্থান ধরে রেখেছে ঝালকাঠি জেলা। সর্বনিম্ন ৬ষ্ঠ স্থানে থাকা ঝালকাঠি জেলায় পাসের হার এবার ৬৭ দশমিক ১৪ ভাগ। এ জেলায় ১০ হাজার ৭৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭ হাজার ২৩৫ জন। এর মধ্যে ছেলে ২ হাজার ৯৩৭ জন ও মেয়ে ৪ হাজার ২৯৮ জন। গত বছর এ জেলার পাসের হার ছিলো ৬২.২৫ শতাংশ।