• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

বাংলাদেশ-ভারত জেসিসির বৈঠক আজ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২০  

বাংলাদেশ ও ভারতের মধ্যকার যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। করোনার মহামারির কারণে এবার প্রথমবারের মতো ভার্চুয়াল বৈঠক হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় এ বৈঠক শুরু হবে। এতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং ভারতের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর নেতৃত্ব দেবেন।

সূত্র জানায়, বাংলাদেশ-ভারতের এটি ষষ্ঠ জেসিসি বৈঠক। গত রোববার ঢাকায় আন্তঃমন্ত্রণালয় সভায় বৈঠকের আলোচ্যসূচি প্রস্তুত করা হয়। এর মধ্যে রয়েছে- তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টন, সীমান্ত হত্যা বন্ধ, ভারতের ক্রেডিট লাইন ঋণ প্রকল্প, প্রতিরক্ষা, নিরাপত্তা, যোগাযোগ, যৌথ বানিজ্য এবং সন্ত্রাসবাদ প্রতিরোধ। 

বৈঠকটি সামনে রেখে এরইমধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন আলাপ হয়েছে।