• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাণিজ্যমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২২ মে ২০১৯  

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির বিরুদ্ধে মানহানিকর প্রচার চালানোর ওঠেছে এসএ টিভির রিপোর্টারের বিরুদ্ধে। এ অভিযোগে করা মামলায় এসএ টিভির সিইও সালাহউদ্দিন জাকিসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। রংপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা ইয়াসমিন মুক্তা এ আদেশ দেন।

এ মামলার অন্য আসামিরা হলেন, এসএ টিভির চিফ রিপোর্টার বাদশা, স্টাফ রিপোর্টার সোহেল ও সালাহ উদ্দিন তালুকদার নামে এক ব্যক্তি। মামলাটি করেছেন রংপুরের যুবলীগ কর্মী হাবিবুর রহমানের ছেলে হারুনুর রশীদ।

মামলার বিবরণে বলা আছে,  এসএ টেলিভিশনের স্টাফ রিপোর্টার সোহেল উদ্দেশ্যমূলকভাবে এবং জহির মিয়া নামে এক ব্যক্তিকে প্ররোচিত করে একটি সাক্ষাৎকার ধারণ করেন। ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের কাছে সাক্ষাৎকারটি ধারণ করা হয়। ভিডিওতে তিনি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নামে মিথ্যা অভিযোগ করেন। যা ছিল মানহানিকর। জহির বলেন, তার ৪০ বিঘা সম্পত্তি বাণিজ্যমন্ত্রী জবর দখল করে ভোগ করছেন। এছাড়াও বাণিজ্যমন্ত্রীর নামে বেশ কিছু আপত্তিকর ও মানহানিকর বক্তব্যও প্রচার করা হয়। এই ভিডিওটি ফেসবুকে আপলোড করার পর ৭ লাখ ৬৫ হাজার ভিউ এবং ১৭ হাজারের বেশি শেয়ার হয়েছে। এমন মিথ্যা ও মানহানিকর প্রচার চালানোয় বাণিজ্যমন্ত্রী হেয় প্রতিপন্ন হওয়াসহ তার মানহানি  হয়েছে। এ ব্যাপারে এসএ টিভি কর্তৃপক্ষকে বার বার জানানোর পরও তারা কোনও ব্যবস্থা নেননি। তাই একশ’ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করা হয়েছে। মামলার বাদীর জবানবন্দি শেষে সোমবার বিচারক চার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।

এ ব্যাপারে মামলার বাদী পক্ষের আইনজীবী ফিরোজ কবীর চৌধুরী গুঞ্জন জানান, আসামিদের নামে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে মামলার পরবর্তী শুনানির দিন আগামী ২২ জুলাই ধার্য করা হয়েছে।