• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

বাস ভাড়া যৌক্তিক সমন্বয়, প্রজ্ঞাপন আজই: ওবায়দুল কাদের

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩১ মে ২০২০  

করোনাকালে বাসভাড়া বৃদ্ধির প্রস্তাবটি যৌক্তিকভাবে সমন্বয় করা হচ্ছে। এ বিষয়ে আজই (৩১ মে) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘গণপরিবহনে ৮০ শতাংশ ভাড়া বৃদ্ধির প্রস্তাব জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। তাই এই হার যৌক্তিকভাবে সমন্বয় করা হবে। আমাদের যাত্রীদের স্বার্থ দেখতে হবে একইসঙ্গে পরিবহনখাতকেও সহযোগিতা করতে হবে।’

‘এ মুহূর্তে জনগণের সক্ষমতার কথা বিবেচনা করে সরকার ভাড়ার হার যৌক্তিকভাবে সমন্বয় করতে যাচ্ছে’ বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী জানান, গণপরিবহনগুলো অর্ধেক যাত্রী নিয়ে চলবে। বাকি অর্ধেক সিট খালি থাকবে।

এ ছাড়া গণপরিবহন সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চললেও সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ জানান ওবায়দুল কাদের।