• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

বিপিএলে বোলার পেরেরার অনন্য রেকর্ড

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯  

বঙ্গবন্ধু বিপিএলে শুক্রবার কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ব্যাট হাতে ১৭ বলে ৪২ রানের ক্যামিওতে ঢাকা প্লাটুনকে রানের পাহাড়ে তোলেন লংকান অলরাউন্ডার থিসারা পেরেরা। কুমিল্লাকে ২০ রানে হারানো সে ম্যাচে বল হাতে অনন্য এক রেকর্ড গড়ে সবাইকে ছাড়িয়ে যান তিনি। 

এদিন বল হাতে ৪ ওভারে ৩০ রান খরচায় ৫ ‍উইকেট তুলে নেন পেরেরা। এর মধ্য দিয়ে বিপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ২ বার পাঁচ উইকেট নেয়ার কীর্তি গড়লেন এই ঢাকা প্লাটুন তারকা। 
 
ইনিংসের ১২তম ওভারে বোলিংয়ে আসেন থিসারা পেরেরা। দুই স্পেলে ৪ ওভার বল করে তুলে নেন ৫ উইকেট। নিজের প্রথম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে সাব্বির রহমান এবং কুমিল্লার অধিনায়ক দাসুন শানাকাকে সাজঘরে ফেরান পেরেরা। 

তার দ্বিতীয় স্পেলের শেষ চার বলে মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হায়দার রনি এবং সানজামুল ইসলাম নয়নকে প্যাভিলিয়নের পথ দেখিয়ে ৫ উইকেটের বৃত্ত পূর্ণ করেন তিনি। 

পেরেরার আগের ৫ উইকেটের কীর্তিও কুমিল্লার বিপক্ষ বিপক্ষেই। ২০১৫ সালে রংপুরের হয়ে ২৬ রান খরচায় নিয়েছিলেন ৫ উইকেট।