• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

বিপুল পরিমাণ ভারতীয় কাপড়সহ ট্রলার আটক

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২০  

 


কুয়াকাটাসংলগ্ন গভীর বঙ্গোপসাগর থেকে এফবি শিবশা মাছ ধরা ট্রলারযোগে বিপুলপরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিচসহ বিভিন্ন ধরনের বস্ত্র উকূলীয় এলাকায় পাচারকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা জব্দ করেছে। এ সময় ওই ট্রলারসহ সাতক্ষীরা এলাকার ১৩ চোরাকারবারিকে আটক করা হয়।

আককৃতদের অধিকাংশরা খুলনার সাতক্ষীরা এলাকার বাসিন্দা। গত বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড অভিযান চালিয়ে ভারতীয় বস্ত্র উদ্ধার করলেও আজ শনিবার দুপুর পর্যন্ত কি পরিমাণ বস্ত্র জব্দ করেছে তা নিশ্চিত করতে পারেনি। ধারণা করা হচ্ছে, আটক হওয়া কাপড়ের মূল্য তিন কোটি টাকা। 

আটক হওয়া ট্রলারের মালিক সাতক্ষীরার মো. আক্কাস আলী। আটক হওয়া চোরাকারবারি চক্রের সদস্যদের এবং ভারতীয় বস্ত্রগুলো মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে নিজামপুর কোস্ট গার্ড চিফ পেটি অফিসার মো. ফারুক আহম্মেদ নিশ্চিত করেছে।